দীন কৃষ্ণ ঠাকুর ( Dino Krishna Thakur ) হলো একজন কীর্তন নিয়া। যে এখন বিশাল ভাবা ভাইরাল হয়ে পরেছেন তার কিছু হিন্দু সনাতন ধর্ম নিয়ে কিছু কথা বলার জন্য।
তারা আসল পরিচয় অনেকের কাছে অজানা, এমন কি যারা তাকে কৃতন গান করার জন্য আমন্ত্রণ করেন তারা ও তার নাম দীন কৃষ্ণ ঠাকুর( Dino Krishna Thakur ) ছাড়া অন্য কিছু জানেন না।
আজ তারা আসল নাম ,তার জীবিকা ,তারা বিবাহিত জীবন, তার গ্রেফতারের বিস্তারিত এসব খুঁটিনাটি জানতে পারবেন এই ব্লগ পোস্টার মধ্যে.

দীন কৃষ্ণ ঠাকুর ( Dino Krishna Thakur ) কে তার আসল পরিচয়
দীন কৃষ্ণ ঠাকুরের( Dino Krishna Thakur ) আসল নাম হলো সূর্যাপদ নস্কর। তারা বাবার নাম পঞ্চরাম নস্কর এবং তার মায়ের নাম সীতারানি নস্কর।
তারা গ্রামের নাম উত্তর ২৪ পরগণা জেলার খোঁজায় গ্রাম। দীনকৃষ্ণ ঠাকুর( Dino Krishna Thakur ) এর ডাকনাম জুয়েল। এই নামে গ্রামের লোকজন তাকে ডেকে থাকে।
দীন কৃষ্ণ ঠাকুরের( Dino Krishna Thakur ) জীবিকা
তারা জীবিকা নিয়ে অনেকের অনেক মতামত আছে ,
কখনো জানা যাই যে তিনি একজন প্রপসার আবার সোনা যাই তিনি অষ্টম শ্রেণী ফেল। বর্তমানে দীন কৃষ্ণ ঠাকুর ( Dino Krishna Thakur ) হলো একজন কীর্তন নিয়া
দীন কৃষ্ণ ঠাকুরের( Dino Krishna Thakur ) বিবাহিত জীবন
চিৎপুর গ্রামের বিখ্যাত তবলা বাদক বিকাশ পুরকাস্ত মহাশয়ের একমাত্র শ্যালিকা সঙ্গে দীন কৃষ্ণ ঠাকুরের বিবাহ হয়। কিছু কারণের জন্য তাদের বিবাহ জীবন বিচ্ছিন্ন হয় বলে জানা যাই
বিঃ দঃ
এ সম্পূর্ণ তথ্য জানা যাই ,একজন বাংলাদেশি ইউটুবার (Muhini Nondon) যখন তার ফেসবুক-এ দীন কৃষ্ণ ঠাকুরের( Dino Krishna Thakur ) একটা ছবি দিয়ে তার আসল নাম কি বলে পোস্ট করেন।
তখন একজন ভিসিটর বলেন যে সে দীন কৃষ্ণ ঠাকুরের ( Dino Krishna Thakur ) আসল পরিচয় জানেন ,তারা একই গ্রামের ,একসাথে তারা বড়ো হয়েছে।
সে সব পরিচয় প্রাইভেট ভাবে ফেসবুক ম্যাসেন্জারের মধ্যে দেয়।
DINO KRISHNA THAKUR গ্রেফতারের বিস্তারিত
বর্তমানে দীন কৃষ্ণ ঠাকুর ( Dino Krishna Thakur ) হলো একজন নামকরা কীর্তন নিয়া। তার গানের ফ্যান ফলোয়ার ও অনেক। বেশ কিছুদিন ধরে হিন্দু ধর্ম সংক্রান্ত ও হিন্দু দেব বেদী সংক্রান্ত বিষয়ে মন্তব্যের জন্য তার ওপর হামলা হয়।
হিন্দু ধর্ম সংক্রান্ত ও হিন্দু দেব বেদী সংক্রান্ত বিষয়ে নিয়ে দীন কৃষ্ণ ঠাকুরের কিছু মন্তব্যের
1. কেন মসজিদে জায়গাতে রাম মন্দির হলো না ঘোর চক্রান্ত | দিনোকৃষ্ণ ঠাকুর । DinoKrishan Thakur
2.গীতা একটি নারী বিরোধী গ্রন্থ। দিনোকৃষ্ণ ঠাকুর । দিনোকৃষ্ণ ঠাকুর । DinoKrishan Thakur
3. বাল্মিকী কোন রামায়ণ লেখেনি এটা একটা মিথ্যা প্রচার । দিনোকৃষ্ণ ঠাকুর । DinoKrishan Thakur
এটা দীন কৃষ্ণ ঠাকুরের ( Dino Krishna Thakur ) ফেসবুক পেজ অথবা তার কোনো ফ্যানের পেজে উল্লেখ করা হয়
গতইং ১০ তারিখে দুপুর ১২ঃ৩০ টা নাগাদ ৪০-৫০ জনের একটি দুষ্কৃতি দল দীনকৃষ্ণ ঠাকুরের ( Dino Krishna Thakur ) বাড়িতে আগ্নেয় অস্ত্রশস্ত্র সমেত হামলা করে। দীনকৃষ্ণ কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাপ ধৌত করার জন্য বুড়োর ঘাট হনুমান মন্দিরে নিয়ে যায়।
ওখানে নিয়ে গিয়ে দীনকৃষ্ণকে (Dino Krishna ) হত্যা করার হুমকি দেয়া হয়। প্রাণ ভয়ে দীনকৃষ্ণ আতঙ্কিত হয়ে পরে । এই সময়ে পুলিশ এসে পড়ায় দীনকৃষ্ণ ঐ সমাজ বিরোধী এবং শসস্ত্র খুনিদের হাত থেকে পরিত্রাণ পাই।
এরা দীর্ঘদিন থেকে দীনকৃষ্ণকে (Dino Krishna ) ফোনে খুনের হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছে । যেখানে পাবে সেখানেই মারধোর করবে বলে ধমকি দিয়েছে। সে বুঝতে পারি যে এরা এতটাই উদ্ধত হয়ে উঠেছে যে যে কোন অঘটন ঘটিয়ে দিতে পারে।
দীনকৃষ্ণ (Dino Krishna ) মানসিক এবং সামাজিক ভাবে ভয়ঙ্কর নিরাপত্তার অভাব বোধ করে বলে জানাই ।
dino krishna thakur facebook page
এখন দীন কৃষ্ণ ঠাকুর ( Dino Krishna Thakur )
দীন কৃষ্ণ ঠাকুর ( Dino Krishna Thakur ) জানান যে তাকে পুলিশ গ্রেফতার করেন নি। পুলিশ তাকে ধরে নিয়ে গেয়েছিল তাকে দুষ্কৃতীদের হাত থাকে রক্ষা করার জন্য । এখন সে তার পরবর্তী গানের জন্য প্রস্তুত