বর্তমানে ফেসবুক থেকে অনেকেই ইনকাম করছে । আপনারা চাইলেও আপনারাও করতে পারেন । আপনারা যদি ২০২৫ এ ফেইসবুক থেকে ইনকাম করতে চান । তাহলে এই ব্লগ পোস্টটি সম্পূর্ণ পড়তে থাকুন ।
এই ব্লক পোষ্টের মধ্যে পেজ তৈরি করা এবং সেই পেজের মাধ্যমে ইনকাম করার সম্পূর্ণ পদ্ধতির স্টেপ বাই স্টেপ বলা হবে।

প্রথমে একটা ফেসবুক প্রোফাইল লাগবে সেটা আপনাদের পুরনো প্রোফাইল হতে পারে বা নতুন করে খোলা হতে পারে।
এবং সেই প্রোফাইলের দ্বারা একটা পেজ খুলতে হবে।
পেজ খোলা সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া হল।
Table of Contents
২০২৫ এ ফেইসবুক থেকে ইনকাম করার পেজ খুলবেন কিভাবে
- Facebook Open করুন।
- ডান দিকের উপরের কর্ণের তিনটি লাইনের টাচ করুন।
- তারপর Page ক্লিক করুন।
- তারপর Create অপশন সিলেক্ট করুন।
- তারপর Get start ক্লিক করুন।
- তারপর Page name দেন।
- Category সিলেক্ট করুন ।
- তারপর পেজ setting up এর জন্য Bio , Contact , Location etc. fill up করুন
- তারপর পেজের Logo এবং একটা Cover photo আপলোড করুন।




টিপ: Canva.com-এ বিনামূল্যে ডিজাইন করুন!
তাছাড়া আমাদের কাছে পুরনো পেজ থাকলে আরো ভালো হয়।
এবং লক্ষ্য রাখতে হবে যে Profile এবং Page -এ মধ্যে যেন কোনো ইসু বা প্রবলেম না থাকে ।
নিচ (Niche) ও কন্টেন্ট প্ল্যান
- নিচ(Niche) সিলেক্ট করুন:
- Tranding টপিকস (রান্না, টেক রিভিউ )
- কমপিটিশন কম এমন টপিক (যেমন: লোকাল ফুড )
- উদাহরণ: “৫ মিনিটে চা পটির রেসিপি”, “বাজেটে Smart phone রিভিউ”
- স্ক্রিপ্ট লিখুন:
- বাংলায় সহজ ভাষা ব্যবহার করুন (ChatGPT/Bard দিয়ে জেনারেট করুন)
- ৬০-৯০ সেকেন্ডের মধ্যে সীমিত রাখুন
- স্ক্রিপ্ট অনুযায়ী সব ছবির PROMPT লেখিয়ে নিন CHATGPT থেকে।
AI দিয়ে ভিডিও তৈরি
ভিডিও বানানোর আগে AI দিয়া Images জেনারেট করতে হবে এবং সেই Images থেকে ভিডিও বানাতে হবে
AI দিয়ে Images তৈরি
এখন Images বানানোর জন্য আপনারা Microsoft Designer ব্যবহার করুন
- আপনার ওয়েব ব্রাউজার খুলুন এবং microsoft designer লিখে সার্চ করুন।
- প্রথম লিংকে ওপেন করুন
- একটি অ্যাকাউন্ট তৈরি করুন: যদি আপনার microsof account থাকে, তাহলে সেটি ব্যবহার করে Sign in করুন।
- যদি না থাকে, তাহলে আপনি নিজের EMAIL ID দিয়ে একটি অ্যাকাউন্ট বানান।
- তারপর “Create with AI” অথবা “Image Creator” অপসন ক্লিক করুন।
- আপনি যে ছবিটি তৈরি করতে চান তার বর্ণনা দিয়ে একটি Prompt লিখুন। আপনি যে রকম ছবি চাইছেন সেই রকমই ছবি পাওয়ার জন্য ভালোভাবে Prompt লিখুন। ( যেটা আপনার আগেই ChatGPT থেকে লেখিয়ে নেয়েছেন )
- তারপর ছবির size সিলেক্ট করুন ( shorts এর জন্য 9:16 এবং Long video জন্য 16:9 )
- তারপর Generate অপশনে ক্লিক করুন
- তারপর আপনার পছন্দের ইমেজ Download করুন।
AI ভয়েস তৈরি
ElevenLabs’এর মাধমে আপনারা সহজেই টেক্সট থেকে ভয়েস জেনারেট করতে পারবেন। Elevenlabs.io ওয়েবসাইটে একাউন্ট বানান , তারপর ভিডিওতে যেটা বলতে চাইছেন সেই TEXT লিখুন , তারপর MALE না FEMALE ভয়েস সিলেক্ট করুন , তারপর জেনারেট করুন
Image থেকে ভিডিও তৈরি
এখন অনেক AI প্লাটফর্ম আছে যে গুলো দিয়ে আপনারা কিছু ফ্রি তে IMAGE TO VIDEO বানাতে পাবেন প্রতিদিন। আপনাদের সাহায্যের জন্য একটা ভিডিও নিচে দেওয়া হলো
ফ্রি টুলস লিস্ট:
টুলস | সাবক্রিপশন |
ElevenLabs বাংলা ভয়েস | ফ্রি |
CapCut সাবটাইটেল/ভিডিওএডিটিং | ফ্রি |
ভিডিও এডিটিং:
- Canva (AI টেমপ্লেট)
- AI জেনারেটেড ভিডিও Import করুন
- বাংলা সাবটাইটেল অ্যাড করুন (অটো-জেনারেটের জন্য CapCut ব্যবহার করুন)
- ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করুন
- বাংলা ভয়েস অ্যাড করুন
ভাইরাল করার টিপস:
- ফার্স্ট ৩ সেকেন্ডে হুক অ্যাড করুন (প্রশ্ন/সারপ্রাইজ)
- #ভাইরাল #বাংলা #টিপস হ্যাশট্যাগ ব্যবহার করুন
- লোকাল টাইমে পোস্ট করুন
আমার ব্যাক্তিগত উপদেশ:
- AI ডিসক্লোজার দিন (ভিডিও ডেসক্রিপশনে “AI জেনারেটেড” লিখুন)
- সপ্তাহে ৩-৫ ভিডিও আপলোড করুন (কনসিসটেন্সি জরুরি)
- কমেন্ট রিপ্লাই করুন (এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে)
এই ভাবে নিয়মিত কাজ করতে থাকলে Facebook Page খুব তাড়াতাড়ি Grow হবে।
এবং FACEBOOK আপনার পেজ কে Monetize করবে।
সতর্কতা:
ফেসবুকের পলিসি অনুযায়ী, AI কন্টেন্টে Copyright Voice/Images ব্যবহার করবেন না। নিজের জেনারেট এবং নিজের কিছু Creativity করা কন্টেন্ট ইউজ করুন।
READ MORE: ২০২৫-এ Adsterra থাকে ইনকাম করবেন কিভাবে
1 thought on “২০২৫ এ ফেইসবুক থেকে ইনকাম AI ব্যবহার করে”